ছাত্র রাজনীতির প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন বর্তমান প্রজন্মের ছাত্ররা। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এসব ছাত্ররা মনে করেন, শিক্ষা সংক্রান্ত বা শিক্ষা প্রতিষ্ঠান সহ ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয় দাবী নিয়ে এখন ছাত্র সংগঠনগুলো আন্দোলন সংগ্রাম করেন না। তারা জাতীয় রাজনীতির লেজুড়বৃত্তি নিয়ে ব্যস্ত। কাজেই ছাত্র সংগঠনগুলো থেকে দুরে গেছেন সাধারণ ছাত্র-ছাত্রীরা। অথচ বাংলাদেশের ছাত্র রাজনীতির গর্বিত ইতিহাস আছে, আছে উজ্জ্বল ঐতিহ্য। ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, শিক্ষা আন্দোলন, ৬৯ ও ৯০ -এর গণ অভ্যুত্থান সহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে এ দেশের ছাত্র সমাজ সরাসরি অংশ নিয়ে বিজয় পতাকা ছিনিয়ে এনেছে। এখন সেই ছাত্র সমাজ আন্দোলন-সংগ্রাম থেকে দুরে সরে গেছে।
ছাত্র সমাজের নিজস্ব দাবির প্রতি ছাত্ররা সব সময়ই সোচ্চার ছিল। কোটা সংস্কার আন্দোলনের কারণে ছাত্র অধিকার পরিষদ সচেতন ছাত্রদের দৃষ্টি কেড়েছিল। সে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোঃ: নূরুল হক নূরু সহ সভাপতি হিসেবে বিজয়ী হন। কিন্তু তিনি ছাত্রদের আকাক্সক্ষা কতটুকু পুড়ন করতে পেরেছেন, তা নিয়ে বিতর্ক থাকলেও নূরু এখন নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে ব্যস্ত রয়েছেন।
নব্বইয়ের স্বেচ্ছার পতনের পর থেকে ছাত্র নেতারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে প্রভাব বিস্তার, ক্যাম্পাস দখল, টেন্ডার ও চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে ওঠার কারণে ক্রমেই সাধারণ ছাত্র সমাজের কাছ থেকে দুরে সরে যেতে থাকেন জাতীয় রাজনীতির লেজুড় বৃত্তি করা ছাত্র সংগঠন থেকে দূরে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রক্তের হোলি-খেলায় মেতে ওঠে নিজেদের প্রভাব বিস্তার করার জন্য। বিভিন্ন মহল থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবী ওঠে।
করোনার প্রাদুর্ভাবের কারণে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবার কারণে দেশের রাজনীতি স্থবির হয়ে পড়ে। এর ঢেউ লাগে ছাত্র রাজনীতিতেও। সম্প্রতি বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত সরকার নিয়েছে। কেউ কেউ মনে করছেন বিশ্ববিদ্যালয় খোলার পর ক্যাম্পাসে আন্দোলন সংগ্রাম হতে পারে। বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন এ ব্যাপারে সতর্ক করেছে উপাচার্যদের। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, আবাসিক হল গুলোয় যে গন রুম রয়েছে, তা বন্ধ করে দেওয়া হবে। এ গন রুমে থাকার সুবাদে অনেকে ইচ্ছে না থাকলেও সরকারের সমর্থক ছাত্র সংগঠনগুলো তাদের নানা কর্মসূচিতে উপস্থিত থাকতে বাধ্য করেন। তবে আশার কথা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের গন রুম বন্ধ করার উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থানরত ছাত্র সংগঠনগুলো। আমরা চাই, ছাত্রদের সমস্যা নিয়ে ছাত্র সংগঠনগুলো আন্দোলন সংগ্রামে তৎপর হোক। রাজনীতির দোলাচলে নিজেদের না হারিয়ে অধিকার সচেতন হোক।