চট্টগ্রামের হাটহাজারীতে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে জান্নাতুল ফেরদৌস ইকরা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আমির মাঝির বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সে মুসলিম উদ্দিনের কন্যা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েক দিন আগে ওই এলাকায় ইকরা তার পরিবারের সাথে নানার বাড়িতে যায়। সোমবার সকালে পরিবারের লোকজনের অজান্তে খেলতে গিয়ে বাড়ির পাশ্ববর্তী পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজির করার পর পুকুরের পানিতে ভাসতে দেখলে তাকে উদ্ধারে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
নাঙ্গলমোড়া ইউপির প্যানেল চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন চৌধুরী পুকুরের পানিতে ডুবে চার বছরের শিশু ইকরা মারা যাওয়ার ঘটনা গণমাধ্যমকে নিশ্চিত করেন।