চট্টগ্রামের হাটহাজারীতে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আগামী কাল সোমবার (২০ সেপ্টেম্বর)। সারা দেশের মত এই উপজেলায় ও এ উৎসব উৎযাপনের জন্য সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি মেনে অনাড়ম্বর প্রস্ততি গ্রহন করা হয়েছে। বৌদ্ধ ধর্মের প্রবক্তা মহাকারুনিক গৌতম বুদ্ধের সময়ে তিনি যখন পারিল্যেয় বনে বসবাস করছিলেন তির্যক প্রানী বানর কর্তৃক বুদ্ধকে মধু দানের স্মৃতির স্মরক এই মধু পূর্ণিমা তথা ভাদ্র পূর্ণিমা।
এ উপলক্ষে উপজেলার আওতাধীন ১৫ টি বৌদ্ধ বিহার / মন্দিরে দিনব্যাপী কর্মসূচি গ্রহন করা হয়েছে। ভোরে পবিত্র ত্রিপিটক পাঠের মাধ্যমে দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক শুভ সুচনা করা হবে। পরে বুদ্ধ পূজা, অষ্টশীল ও পঞ্চশীল গ্রহন, মধ্যাহ্ন ভোজ, ধর্মালোচনা, মধু পূর্ণিমার তাৎপর্য শীর্ষক আলোচনা, সন্ধ্যায় প্রদীপ পূজা, মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তি, জীব জগতের কল্যান, প্রার্থীব জগতের শান্তি ও দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা ও পূন্যদান এবং অনুমোদন করে দিবসের কর্মসূচির সমাপ্তি ঘোষনা করা হবে।