কুড়িগ্রামের নাগেশ্বরীতে মেয়ে শিশু বান্ধব পরিবেশ প্রতিষ্ঠায় বার্ষিক কর্ম পরিকল্পনা রিভিউ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “মেয়ে শিশু বোঝা নয়, সুযোগ দিলে সম্পদ হয়” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে, বিল্ডং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রজেক্ট এর বাস্তবায়নে, সিডা ও প্লান ইন্টারন্যানাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহায়তায়, মোমিনপুর আবুল হোসেন দাখিল মাদরাসার আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের সার্বিক সহযোগিতায় রোববার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলার হাসনাবাদ ইউনিয়নের দক্ষিণ ব্যাপারীহাট এলাকার মোমিনপুর আবুল হোসেন দাখিল মাদরাসার হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মাদরাসার সুপারিনটেনডেন্ট গাজিউর রহমানের সভাপতিত্বে এ সময বক্তব্য রাখেন মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি আজিজার রহমান, সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, আমিনুল ইসলাম, বিবিএফজি প্রজেক্টের ইউনিয়ন ফেসিলিটেটর দুলাল সরকার প্রমুখ।
এ সময় শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে চারটি গ্রুপ করে, চারটি বিষয়ের উপর কর্ম পরিকল্পনা তৈরি করে তা পাঠ করেন দলনেতাবৃন্দ।