চট্টগ্রামের চন্দনাইশ জোয়ারা ফতেনগর সড়কটির বিভিন্নস্থানে খানাখন্দকে বেহাল অবস্থায় পরিনত হয়েছে। ফলে সামান্য বৃষ্টি হলেই কাদাপানি জমে একাকার হয়ে পড়ে। এতে করে সড়কটি দিয়ে জনসাধারণ এবং যাববাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সড়কটি চন্দন্ইাশ সদর হাসপাতল ,উপজেলা পরিষদ ,পৌরসভা ,থানা ও জোয়ারা বিশ্বম্ভর বাবু উ”্চ বিদ্যালয় ,জোয়ারা বানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়তের এক মাত্র মাধ্যম। এমনি গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার না করায় খানাখন্দকের সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ ব্যাপারে দোহাজারী সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী সুমন সিংহ বলেন সড়কটিসহ আরো কয়েকটি সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে প্রকল্প মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ
পেলেই কাজ শুরু করা হবে।