পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়ন আওয়ামী লীগে অনুপ্রবেশকারী ও হাইব্রিড নেতাদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকেলে শানেরহাট বাজার রোড চারমাথায় ওই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শানেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের পদ বঞ্চিত বিদ্রোহী নেতাকর্মীদের শোক দিবসের অনুষ্ঠানে বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগ কমিটির সভাপতি ও শানেহাট ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মন্টু, সাধারণ সম্পাদক মিজানুর মাস্টার নেতাকর্মীদের বিরুদ্ধে অশালীন বক্তব্য ও ভয়ভীতি প্রদর্শন করেন। ওই মানববন্ধন ও প্রতিবাদ সভায় পদবঞ্চিত সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের ৩৪ বছরের সাবেক সভাপতি নুরুল হোসেন মন্ডল সাধারণ সম্পাদক খন্দকার সাইফুল রহমান সুমন এবং প্রবীন আওয়ামী লীগ সদস্যগন এতে বক্তব্য দেন। বক্তব্যে ওই ইউনিয়ন আওয়ামী লীগে হাইব্রিড নেতা ও অনুপ্রবেশকারিরা কিশোরগ্যাং দিেেয় বিভিন্ন অপকর্ম করে থাকে বলে উল্লেখ করেন। বক্তাগন অবিলম্বে হাইবিব্র ও অনুপ্রবেশ কারিদের ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ভেঙ্গে দেয়ার দাবি জানান।