আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকতে এক লাখ অন-লাইন অ্যাকটিভিস্টের সমন্বয়ে একটি প্লাটফর্ম তৈরির কাজ শুরু করেছে সরকারি দল আওয়ামী লীগ। দেশ ও দেশের বাইরে থেকে সরকারি বিরোধী নানা প্রচার প্রপাকান্ডা চলছে বহু দিন থেকে। তথ্য প্রযুক্তি মন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব প্রচারণা নিয়ন্ত্রণ বা বন্ধ করতে অপারগতা প্রকাশ করেছেন। কারণ মত প্রকাশের স্বাধীনতার ব্যাপারে আমাদের প্রচলিত আইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠানের দেশীয় প্রচলিত আইন এক নয়। ফলে বাংলাদেশ তা নিয়ন্ত্রণের কথা বললেও তারা তা মানতে নারাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজস্ব রাজনৈতিক দর্শনের কর্মী বাহিনী তৈরী করে তার জবাব দেওয়ার ব্যাপারে যতœশীল হয়েছে সরকারী দল আওয়ামী লীগ। কোন টা গুজব আর কোনটায় মিথ্যার বেসারটি করা হচ্ছে, তা নিরূপণ করে আসল সত্য প্রকাশের জন্য অন-লাইন এক্টিভিস্টদের বলা হচ্ছে।
এদিকে পুলিশ সদর দপ্তরে অপরাধ-বিষয়ক পর্যালোচনা সভা শেষে পুলিশ প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কেউ যাতে দেশ বিরোধী ও সরকার বিরোধী প্রচারণা চালাতে না পারে; সে বিষয়ে সতর্ক থাকতে এবং তা নিয়মিত তদারকি করতে পুলিশ কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন। তবে দেশ ও সরকারের পক্ষে কোনো মন্তব্য যদি কারো মানবাধিকার লঙ্ঘর করে; তবে কি পদক্ষেপ নেয়া হবে, সে ব্যাপারে কোনো নির্দেশনা নেই। যদিও দেশ বিরোধী প্রচারণার বিষয় নিয়ে বিতর্ক হতে পারে তবে সরকার বিরোধী প্রচারণা না থাকলে বিরোধী দলীয় রাজনৈতিক নেতারা কি রাজনীতি ছেড়ে অবসরে চলে যাবেন। তারা তো সরকার বিরোধী প্রচারণা করেই নিজেদের রাজনীতি জনগণের সামনে তুলে ধরেন। এমনকি রাজপথে আন্দোলন সংগ্রামে সক্রিয় হন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ এখন মন্তব্য বা ঘটনা বিশ্লেষণ করে থাকে। এ নিয়ে তর্ক-বিতর্ক চলে। অংশ নেন অনেকে। সেক্ষেত্রে সরকারের কোনো পদক্ষেপের সমালোচনা করলে তাকে কি সরকার বিরোধী প্রচারণা বলা হবে? সরকারি দলের অন-লাইন এ্যাকটিভিস্ট ও সাধারণ অন-লাইন অ্যাকটিভিস্টরা এখন মুখোমুখি। সাথে পুলিশের তদারকি থাকলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিতর্ক চলছে, তা এমনিতেই থেমে যাবে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করা নিয়ে অনেকেই সাইবার অপরাধে জড়িয়ে পড়েছেন। তাদের বিরুদ্ধে মামলা; রিমান্ড, তদন্তের অভিজ্ঞতা খুব একটা সুখপ্রদ নয়। মুস্তাক হোসেনের কারাগারে মৃত্যু, কার্টুনিস্ট আহমেদ কিশোরের রিমান্ডে নিয়ে নির্যাতনের অভিযোগ ও ডিজিটার নিরাপত্তা আইনের বিরুদ্ধে আলোচনা সমালোচনা সরকারকে কিছুটা হলেও বিব্রত করেছে। যদিও সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ সরকার বিরোধী প্রচারণা।
শুধু তাই নয়, ডিজিটাল নিরাপত্তা আইন করার সময় সরকার বারবার বলেছিল, এ আইন সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবহার করা হবে না। কিন্তু বাস্তবে দেখা গেছে বেশ কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে এ আইনে মামলা হয়েছে। পত্র পত্রিকায় প্রকাশিত তথ্য বলছে, ২০১৮ সালে ডিজিটাল নিরাপত্তা আইন হওয়ার পর মাত্র দু’বছরে এ আইনে মামলার সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গেছে। অর্থাৎ দেশে গড়ে দিনে ৩টি করে মামলা হয়েছে ঐ আইনে। মানবাধিকার সংঘটনগুলো গত মে মাসের হিসাব বলছে, করোনা মহামারি শুরুর পর থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে কমপক্ষে ৮০ জন সাংবাদিকের বিরুদ্ধে। আর পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হয়েছেন কমপক্ষে ২ জন সাংবাদিক, আহত হয়েছে কমপক্ষে ৭০ জন, লাঞ্ছনার শিকার হয়েছেন আরো অন্তত ৩০ জন এবং সাময়িকভাবে ঘুমের শিকার হয়েছেন কমপক্ষে ৫ জন। অন-লাইনে রাজনৈতিক দর্শন নিয়ে বিতর্ক হতেই পারে। তাতে পাটক দলের জনআকাংক্ষা বুঝতে পারবেন। প্রয়োজনে নিজের মত প্রকাশ করতে পারবেন। কিন্তু কোনো কর্মসূচীর আলোচনা সমালোচনায় অংশ নিয়ে উটকো ঝামেলায় কেউ জড়াতে চাইবেন না। আমরা চাই সত্য-মিথ্যার দ্বন্দে আসল সত্য উদঘাটিত হোক। তবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কোনো বিষয়ের অবতারণা হলে অবশ্যই পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এজন্য তাদের নজরদারি উপেক্ষা করা যায় না। দেশের ও জনগণের কল্যাণই রাজনীতির মুল লক্ষ্য। তাই দেশের ও জনগণের স্বার্থ সমুন্নত রেখে সংশ্লিষ্টদের অন-লাইনে তৎপর হওয়া উচিৎ।