রংপুরের পীরগঞ্জ উপজেলার খেদমতপুরস্থ কচুরহাটে কচু বিক্রি করতে এসে শফিকুল ইসলাম (৩৫) নামের এক কৃষক ব্যবসায়ীর হাতে প্রহৃত হবার ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। পুলিশ জানায়, রামনাথপুর ইউনিয়নের রাধাকৃষ্ণপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের পুত্র শফিকুল ইসলাম গত বুধবার তার আবাদের কচু বিক্রি করতে আসে খেদমতপুর কচুর হাটে। এ সময় স্থানীয় কচু ব্যবসায়ী রামনাথপুর ইউনিয়নের বড়ঘোলা গ্রামের মৃত সমুজ খন্দকার এর পুত্র মোস্তাফিজার রহমান খন্দকার প্রতি কেজি ৬ টাকা দরে শফিকুলের ৮ মন কচু ক্রয় করেন। আড়তে গিয়ে বস্তা থেকে কচু স্তুপে ঢেলে নেয়ার পর দরদাম নিয়ে উভয়ের মধ্যে বচসার এক পর্যােেয় কচু ব্যবসায়ী মোস্তাফিজার খন্দকার ও তার পুত্র তুমুল খন্দকার লাঠি দিয়ে শফিকুলকে মারপিট করে। এতে সে মারাতœক আহত হলে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। যে কোন মুহুর্তে এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে এলাকাবাসী জানায়। পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ নেয়া হচ্ছে। উল্লেখ্য,পীরগঞ্জ উপজেলার একমাত্র ওই কচুর হাটে কোন নিয়ম নীতি না থাকায় প্রায়ই এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে। যার কোন প্রতিকার পাচ্ছে না কৃষকরা।