সেনা বাহিনীতে এমএলএসএস পদে চাকুরী দেওয়ার নামে ভূয়া নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেয়া ও প্রতারণার অভিযোগে রংপুরের পীরগাছা উপজেলার এক ইউপি সদস্য ও একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ ৩ জনকে গ্রেফতার করেছে রংপুর র্যাব-১৩। গ্রেফতারের পর গত বৃহস্পতিবার রাতে রংপুর র্যাব-১৩ তাদের পীরগাছা থানা পুলিশের নিকট হস্তান্তর করে। মামলা দায়েরের পর শুক্রবার সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে পাঠানো হয়। গ্রেফতার ইউপি সদস্য হয়রত আলী পীরগাছা সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য এনামুল হক আংগুর উপজেলা সদরের অনন্তরাম উচাপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। অপরজন তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুটি (পাতাইটারী) গ্রামের দুদু মিয়া ছেলে সুরুজ মিয়া।
থানায় দেয়া এজাহার সুত্রে জানা গেছে, কুড়িগ্রামের নাগেশ^রী উপজেলার কুটিপায়রাডাঙ্গা গ্রামের মঞ্জরুল হকের ছেলে আতিকুর রহমান এই মামলার বাদি। রংপুর কোর্ট চত্ত্বরে পরিচয়ের সুত্র ধরে আতিকুর রহমানের মামাতো ভাই মাসুদ রানাকে বাংলাদেশ সেনা বাহিনীতে বে-সামরিক পদ এলএমএসএস পদে চাকুরী পাইয়ে দেওয়ার জন্য গ্রেফতারকৃত ৩ জনসহ অন্য আসামীদের সাথে ৯ লাখ টাকা চুক্তি হয়। সে মোতাবেক আসামি লেবু মিয়া গত ২৭ ফেব্রুয়ারী -২০২০ মাসুদ রানাকে ঢাকা সেনা সদরে নিয়ে যান এবং সেখানে তার লিখিত পরীক্ষা শেষে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মেডিকেল সম্পন্ন করে। এতে চাকুরী প্রত্যাশীরা আশ^স্ত হয়ে প্রথমে তিন লাখ এবং নিয়োগপত্র দেওয়ার পর আরো চার লাখ টাকা প্রদান করে। বাকি দুই লাখ টাকা চাকুরীতে যোগদান করার পর দেয়ার কথা। এদিকে গত ২ মে-২০২০ তারিখে মাসুদ রানা যোগদানের জন্য সেনা সদরে গেলে নিয়োগপত্রটি ভূয়া বলে জানান সংশ্লিষ্টরা। পরে আতিকুর রহমান ও মাসুদ রানা প্রতারণার বিষয়টি জানতে পেরে ওই চক্রের সাথে যোগাযোগ করলে তারা তালবাহানা করতে থাকে। এ বিষয়ে রংপুর র্যাব-১৩ কার্যালয়ে অভিযোগ করার পর র্যাবের টহল ইনচার্জ পরিদর্শক আরিফুল ইসলামসহ র্যাব সদস্য অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার বিকেলে পীরগাছা সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য, উচাপাড়া গ্রামের হয়রত আলী, ওই গ্রামের মোজাম্মেল হকের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য এনামুল হক আংগুর ও তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুটি (পাতাইটারী) গ্রামের দুদু মিয়া ছেলে সুরুজ মিয়াকে আটক করে পীরগাছা থানায় সোপর্দ করেন। ওই দিন রাতে আতিকুর রহমান বাদি হয়ে পীরগাছা থানায় একটি মামলা দায়ের করেন।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, রাতে মামলা দায়েরের পর শুক্রবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।