ময়মনসিংহের গফরগাঁওয়ের' বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর ) সকালে স্থানীয় মাইজবাড়ি হাতেম তাই উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পেইন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন লংগাইর ইউপি চেয়ারম্যান, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও গফরগাঁও প্রেসক্লাব সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিপ্লব।
বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মেমোরিয়াল ফাউন্ডেশন'র নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল আমিন বিপ্লব বলেন, রক্তদান একটি মহৎ কাজ। এ মহৎ কাজকে আরো উৎসাহিত করতে আমার পিতার নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের এই ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন।
সামাজিক সংগঠন 'গফরগাঁও মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন'র সহযোগীতায় দিনব্যাপী এ ক্যাম্পেইনে আরো উপস্থিত ছিলেন লংগাইর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক নিজাম উদ্দিন সরদার,ইউপি সদস্য জহিরুল ইসলাম, জয়নাল আবেদীন ঢালী, শামছুল হক, জাহিদ হাসান মুক্তো, গফরগাঁও মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাদমান ইসলাম তন্ময়সহ অন্যান্য সদস্যরা।