নীলফামারীর সৈয়দপুরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আমাদের করণীয় বিষয়ক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভার আয়োজন করে পল্লীশ্রী নীলফামারী। এটির সহযোগিতায় মানুষের জন্য ফাউন্ডেশন, ঢাকা।
১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য বলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইন। তিনি বলেন আমাদের মধ্যে আগে পরিবর্তন আনতে হবে। যদি আমরা নিজেকে পরিবর্তন করতে পারি তাহলে নারী ও কন্যাশিশুর প্রতি যেমন সহিংসতা রোধ করা যাবে তেমনি বাল্যবিয়ে বন্ধ, নারী নির্যাতন,অসভ্য কাজ এবং মাদক নির্মুল সম্ভব।
বিশেষ অতিথির বক্তব্য বলেন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী,কৃষি কর্মকর্তা শাহিনা বেগম,মৎস্য কর্মকর্তা সানী খান মজলিস,যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাসান আলী,ব্র্যাকের শাখা ব্যবস্থাপক রুবেল কুমার সরকার,এশিয়ান টেলিভিশন সৈয়দপুর প্রতিনিধি ওবায়দুল ইসলাম।এছাড়াও বক্তব্য বলেন শিক্ষক কামরুন্নাহার বেগম,এনজিও কর্মী তানজিলা সরকার,পল্লীশ্রীর বসুধা কিশোরী দলের সভাপতি ফাতেমা জান্নাত আঁখি,মেঘনা নারী দলের সভাপতি ফেন্সি বেগম,পল্লীশ্রীর প্রজেক্ট অফিসার চারু রায়,প্রজেক্ট ফ্যাসিলিটেটর চন্দনা সেন ও রেহানা আক্তারসহ অনেকে।
সভায় সভাপতিত্ব করেন পল্লীশ্রীর প্রজেক্ট সমন্বয়কারী তাইবাতু নাহার প্রীতি। পল্লীশ্রীর প্রজেক্ট সমন্বয়কারী সভায় তাদের কার্যক্রমের কিছু দিক তুলে ধরেন। তিনি বলেন করোনাকালীন সময় আমাদের কর্ম এলাকা নীলফামারী সদর, ডোমার, ডিমলা ও সৈয়দপুরে আইজিএ কাজের সাথে জড়িত উপকারভোগী যে নারীরা ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের মধ্য থেকে অগ্রাধিকার ভিত্তিতে তিনশ জন নারীকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। তার মধ্যে কামারপুকুর ও খাতামধুপুর ইউনিয়নে ৭৫ জন নারী। এছাড়াও আমরা নারীদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়ে তাদের নের্তৃত্বের দক্ষতা বৃদ্ধি করে তুলছি। বাল্যবিয়ের কুফল সম্পর্কে সচেতন করে যাচ্ছি। যার কারণে হয়তো বর্তমানে কমে এসেছে বালয়বিয়ের হার।