রংপুরের পীরগঞ্জে কফি ও কাজুবাদাম চাষের বাণিজ্যিক সম্প্রসারণে আগ্রহী চাষিদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। গত বুধবার উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে কৃষি অফিসের হলরুমে ৬০জন কৃষককে দিনব্যাপি প্রশিক্ষণ প্রদান করা হয়। এ সময় প্রশিক্ষক হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর জেলার উপ-পরিচালক কৃষিবিদ জনাব ওবায়দুর রহমান মন্ডল, কৃষিবিদ ড. আশিস কুৃমার সাহা, সিএসও, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বিএআরআই, বুড়িরহাট,রংপুর, অতিরিক্ত উপ-পরিচালক (ক্রপ), অতিরিক্ত উপ-পরিচালক (পিপি), উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ সাদেকুজ্জামান,ও কৃষি সম্প্রসারণ অফিসার। একই সাথে ৮ জন কৃষককে ৎড়নঁংঃধ জাতের কফির চারা ও সারসহ অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।