চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের রাইহোগ্রাম পশ্চিম পাড়ায় এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত গৃহবধুর নাম রুমা খাতুন (২২)। তিনি ওই গ্রামের বাসিন্দা মোমিন ইসলামের স্ত্রী।
পুলিশ ও পরিবারের লোকজন জানান, গত মঙ্গলবার গভীর রাতের কোন একসময় গৃহবধু রুমা খাতুন পরিবারের অগোচরে বাড়ীর বারান্দায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রাতে তাঁর শ্বশুর আমিনুল ইসলাম ঘরের বাইরে বের হয়ে দেখেন বউয়ের লাশ বারান্দায় ঝুলছে। তাঁর চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে দেখে স্বামীর ঘরের সামনের বারান্দার তীরের সাথে ওড়না পেচিয়ে ঝুলে আছে। সকালে পরিবার ও স্থানীয়দের সহায়তায় পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন, মরদেহ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পারিবারিক সমস্যার কারণে রুমা আত্মহত্যা করেছে বলে পুলিশ প্রাথমিক ভাবে জানতে পেরেছে। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মামলা নং ১৯, তারিখ-১৫-০৯-২১ ইং।