লক্ষ্মীপুরের রামগতিতে উপজেলা স্কাউটস এর নবনির্বাচিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সকল স্কউটস সদস্যবৃন্দের শপথ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ স্কউটস রামগতি উপজেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্কউটস কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মোমিন।
সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন এবং আয় ব্যয়ের রির্পোট প্রকাশ করা হয়। এ ছাড়া নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি, মেম্বারশিপের বকেয়ে ফি আদায়, ব্যাংক হিসাবে সম্পাদকের স্বাক্ষর পরিবর্তনসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এর আগে নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যবৃন্দকে শপথ বাক্য পাঠ করানো ও স্কর্ফ পড়ানো হয় এবং স্কাউটস পতাকাকে সম্মান প্রদর্শন করা হয়। আলোচনা শেষে উপজেলা পরিষদ এলাকায় বেড়ি বাঁধে স্কাউটস সদস্যদের সৃজন করা বিভিন্ন জাতের গাছ পরিদর্শন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা স্কাউটস‘র নবনির্বাচিত কার্যকরী কমিটির সহ-সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আহসান, রাস্তার হাট হাজী এ. গফুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুজ জাহের, চরসীতা তোরাব আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, আলেকজান্ডার কামিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাও. আবু তৈয়ব, চর গোসাই ইসলামিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা রফিক উল্যাহ, চরসীতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, আলেকজান্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার, স্কাউটস সম্পাদক রামগতি আছিয়া বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক গোলাম শওকত এমরান, স্কাউটস কমিশনার চর হাছান হোসেন সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল সামাদ, সহকারী কমিশনার রাস্তারহাট মাযহারুল উলূম আলিম মাদরাসা অধ্যক্ষ মো. ইসমাইল, মালেক মোল্লা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দিন, রামগতি বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, চর নেয়ামত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক, রামগতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) তাহমিনা আক্তার, মধ্য চর আলেকজান্ডার-২ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আাবু সায়েদ, সফিক একাডেমির সহকারি শিক্ষক আহসান উল্যাহ, যুগ্ম সম্পাদক দক্ষিণ পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিফাকাত উল্যাহ দুলাল, কোষাধ্যক্ষ চর আবদুল্যাহ ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুল হাকিম, স্কাউটস্ লিডার বালুর চর উচ্চবিদ্যালয়ের সহকারি শিক্ষক আবদুল মতিন, কাব লিডার উত্তর চর নেয়ামত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবুল বাশার (সুমন), গ্রুপ কমিটির প্রতিনিধি (মাধ্যমিক)- বিবিরহাট রশিদিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিনা আক্তার, চর মেহার আজিজিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, গ্রুপ কমিটির প্রতিনিধি (প্রাথমিক) কাটাবনিয়া সরকারী প্রাথমিক বিদ্যারয়ের প্রধান শিক্ষক মো. নুরুজ্জামান, আর.সি. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সহযোগী সদস্য (পুরুষ) আলেকজান্ডার মডেল সরকারী পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলিপ কুমার, বালুরচর ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারি শিক্ষক মাও. আবু তাহের, উত্তর চরনেয়ামত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামিন উল্যাহ, সহযোগী সদস্য (মহিলা) আলেকজান্ডার পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক কৃষ্ণারাণী দাস, রোভার মো. ফিরোজ উদ্দিন, গার্ল-ইন-রোভার উম্মে নাদিয়া তাহিয়া উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মোমিন বলেন, বাংলাদেশে স্কাউটিং ছড়িয়ে দিতে বর্তমান সরকার সব ধরণের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সারা দেশে প্রাথমিকসহ প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে কাব ও স্কাউটস টিম গঠন করা হয়েছে। স্কাউটস সদস্যরা বৃক্ষ রোপন, প্রাকৃতিক দুর্যোগে সহায়তাসহ বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে। ভয়াবহ মাদকাশক্তি এলাকার তরুনদের ধ্বংস করছে এবং সামাজিক সমস্যার সৃষ্টি করছে। এই মাদকাশক্তির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য স্কাউটস সদস্যদের এক সাথে কাজ করার আহবান জানান।
গত ১৭ আগস্ট উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ স্কাউটস্ রামগতি উপজেলা শাখার ত্রি-বার্ষিক স্কাউটস্ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশনে ৩৩ সদস্য বিশিষ্ট উপজেলা স্কাউটস কমিটি ঘোষনা করা হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন উপজেলা স্কাউটস কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মোমিন।