রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছী ইউনিয়নে আদিবাসী যুব মহিলাদের মাঝে বিনামুল্যে সেলাই মেশিন ও প্রান্তিক চাষীদের মাঝে কীটানাশক স্প্রে মেশিন প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পাঁচগাছী ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান লতিফ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,, মিঠিপুর ইউপি চেয়ারম্যান এসএম ফারুক আহমেদ, সাংবাদিক সুলতান আহমেদ সোনা। এ সময় রাশেদুল ইসলাম মিন্টু, ইউপি সচিব সৌমিক হাসান, ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। জানা গেছে স্থানীয় সরকার সহায়তা (এলজিএসপি-৩) প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্থ বছরের বরাদ্দ থেকে মাসব্যাপী সেলাই প্রশিক্ষন শেষে ১২ জন আদিবাসী নারীকে বিনামুল্যে সেলাই মেশিন ও ইউনিয়নের ৫০ জন প্রান্তিক কৃষকদের মাঝে কীটানাশক স্প্রে মেশিন প্রদান করা হয়। এর আগে সকালে বাল্যবিবাহ প্রতিরোধ ও জেন্ডার ভিত্তিক সহিংসতা রোধে আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আরডিআরএস এর ফিল্ড ফ্যাসিলেটেটর রসরাজ রায়,আরডিআরএস-এর পুর্ণবাসন কর্মকর্তা মশিউর রহমান ইউনিয়ন পরিষদ প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেন।