নোয়াখালীর সেনবাগে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে’র জুয়েল এজেন্সির উদ্বোধন করা হয়েছে। এউপলক্ষে মঙ্গলবার দুপুরে সেনবাগ পৌর শহরস্থ ডি.কে প্লাজার ৩য় তলায় জুয়েল এজেন্সির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেনবাগ এজেন্সির ইনচার্জ শাহাদাত হোসেন জুয়েল সভাপতিত্বে ওই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মূর্খ নিবার্হী কর্মকর্তা এসএম জিয়াউল হক। বিশেষ অতিথি ডেপুটি নির্বাহী কর্মকর্তা এমদাদ উল্লাহ, নোয়াখালী ব্যাঞ্চ প্রধান মনিরুল ইসলাম মনির। এ সময় অন্যাণ্যের মধ্যে আরো বক্তব্য রাখেন মার্কেন্টাইল ব্যাংকের সেনবাগ শাখা ব্যবস্থাপন মোঃ জহিরুল ইসলাম, সিটি ব্যাংক ও ওয়ান ব্যাংকের শাখা ব্যবস্থাপক সহ শিক্ষক,সাংবাদিক সুশিল সমাজের লোকজন সহ চাটার্ড লাইফে কর্মরত কোম্পনীর কর্মীবৃন্দ।