হাটহাজারীতে আউট স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক অবহিত করন সভা সোমবার অনুষ্ঠিত হয়। উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গন কল্যাণ কেন্দ্র উপজেলা প্রশাসনের সহযোগীয় এই সভার আয়োজন করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন গন কল্যাণ কেন্দ্র চট্টগ্রামের কো- অর্ডিনেটর মোঃ পারভেজ। এতে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়ের পরিচালক মোঃ জুলফিকার আমিন ও উপজেলা শিক্ষা কর্মকর্তা সাঈদা আলম। ঢাকাস্থ আহসানিয়া মিশন চট্টগ্রামের কর্মকর্তা চন্দন কুমার বড়ুয়া এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালা শুভেচ্ছা বক্তব্য রাখেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তাজুল ইসলাম, ইউ পি চেয়ারম্যান মুজিবুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা আসরাফুল আলম সিরাজী, প্রধান শিক্ষক রমজান আলী চৌধুরী, জহিরুল ইসলাম বিবি ফাতেমা চৌধুরী প্রমূখ।