লক্ষ্মীপুরের রামগতিতে কাওছার আহমেদ (কয়ছর চেয়ারম্যান) নামের শতবর্ষী এক সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহে - রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৫ বছর। রোববার সকাল সাড়ে ১১টায় জানাযা শেষে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের নিজ এলাকা গুচ্ছগ্রাম বাজার জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। শনিবার রাতে ঢাকায় এক স্বজনের বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যু কালে তিনি তিন ছেলে তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন শুভাকাক্সক্ষী রেখে গেছেন।
কয়ছর চেয়ারম্যানের বড় ছেলে মো. নুরুল ইসলাম জানান তার বাবা ১৯৬৫ সালে উপজেলার চর আবদুল্লাহ ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচিত হন। পরে মেম্বারদের ভোটে ওই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে তিনি একটানা দশবছর দায়িত্ব পালন করেন। ১৯৭৭ সালে প্রত্যক্ষ ভোটে তিনি পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন। রামগতি উপজেলার সবচেয়ে প্রবীন এই সাবেক চেয়ারম্যানের মৃত্যুতে জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ সর্বস্তরের শতশত মানুষ জানাযায় অংশগ্রহণ করেন।