হাটহাজারীতে ও সারা দেশের মত সরকারের নির্দেশনা অনুসারে আজ রোববার স্বাস্থ্য বিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরু হয়েছে। দীর্ঘ ৫শ ৪৩দিন পর ক্লাস শুরু হওয়ায় শিক্ষার্থীর মধ্যে উচ্ছ্বাসের বন্যা দেখা দিয়েছে। শিক্ষার্থীরা অনেক দিন পর স্ব স্ব সংগীদের পেয়ে খুশীতে আত্মহারা। শিক্ষা প্রতিষ্ঠান খোলার সরকারি নির্দেশনা পাওয়ার পর বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান গুলো কয় দিন থেকে পরিস্কার পরিচ্ছন্ন করার কাজে ব্যস্ত দিন কাটিয়েছে প্রতষ্ঠান কর্তৃপক্ষ। প্রতিষ্ঠান আঙ্গিনা, শ্রেনী কক্ষে জীবাণু নাশক ওষুধ ছিটানো হয়। বিদ্যালয়ে আগত শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর ব্যবস্হা রাখা হয়েছে। রোববার শিক্ষার্থীরা বিদ্যালয়ে প্রবেশের সাথে সাথে তাদের শরীরের তাপমাত্রা পরীক্ষা, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিস্কার, মাক্স পরিধান করানো হয়। তাছাড়া শ্রেনী কক্ষে সামাজিক দুরত্ব বজায় রেখে এক টেবিলে এক করে বসানো হয়েছে। বিদ্যালয়ের শ্রেনী কক্ষ বেলুন ও ফুল দিয়ে সাজানো হয়েছে। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের টিকার আওতায় আনার বাস্তবয়নের কাজ চলছে। যেই বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা বেশি সেসব বিদ্যালয়ে দুই শিফ্টে ক্লাস চালু করা হয়েছে।
মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, জানান, তাঁর বিদ্যালয়ে সরকারী নিদের্শনা শত মেনে ক্লাস পরিচালনা করা হচ্ছে।