নীলফামারীর সৈয়দপুরে দুদিন ব্যাপি চলছে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও নের্তৃত্ব বিকাশ প্রশিক্ষণ। উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদ হল রুমে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। এটির আয়োজক গ্রাম বিকাশ কেন্দ্র আলো প্রকল্প। এতে সহযোগিতায় হেকস/ ইপার। এটির শুভ উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা সমবায় কর্মকর্তা মো. মশিউর রহমান। প্রশিক্ষণে আলো প্রকল্পের আওতায় গঠিত গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি সেক্রেটারীগন উপস্থিত ছিলেন। ট্রেনিং পরিচালনা করেন মোঃ নুরে আলম সিদ্দিকী প্রকল্প সমন্বয়কারী ও মোঃ ফিরোজ আহমেদ কর্মকর্তা -এ্যাডভোকেসি এ- ল্যান্ড, রওনক লায়লা উপজেলা ম্যানেজার গ্রাম বিকাশ কেন্দ্র আলো প্রকল্প।প্রশিক্ষণে আরো বক্তব্য রাখেন মোহাম্মদ আলী ভারপ্রাপ্ত চেয়ারম্যান বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদ।