চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভায় শিশু ধর্ষণ মামলার আসামি মৃত জসিম উদ্দিনের ছেলে আবদুল হামিদ (২৬)কে গ্রেফতার করেছে পুলিশ। গত ১১ সেপ্টেম্বর শনিবার রাত ৯টার সময় ৩নং ওয়ার্ডস্থ পূর্ব জোয়ারা নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফাতার করেন। জানা যায় গত ৭ সেপ্টেম্বর জান্নাতুল মাওয়া (৬)শিশুটিকে প্রলোভন দেখিয়ে বাড়ির পার্শ্বে পেপে ও কলাবাগানে নিয়ে ধর্ষণ করেন। মুর্মুষবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির মা লাকী ছিদ্দিকা কুসুম বাদি হয়ে চন্দনাইশ থানায় ধর্ষক আবদুল হামিদকে গ্রেফতার করে নারী শিশু নির্যাতন আইনে মামলায় কোট হাজতে পাঠানো হয়েছে। চন্দনাইশ থানার ইনচার্জ নাসির উদ্দিন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।