আফগানিস্তান ইস্যুতে পাকিস্তানে বৈঠক করেছেন বেশ কয়েকটি দেশের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা।
বৈঠকের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু না জানানো হলেও নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তার বরাতে এই খবর নিশ্চিত করেছে পাকিস্তানের দৈনিক ডন।
খবরে বলা হয়েছে, বৈঠকে রাশিয়া, চীন, ইরান এবং মধ্য এশিয়ার বেশ কয়েকটি দেশের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা ছিলেন। ডন নিউজকে ওই গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, এই বৈঠক আয়োজন আফগানিস্তান এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের আন্তরিকতার প্রতিফলন।