রংপুরের পীরগাছায় গৃহবধু আছমা হত্যা মামলার মূল আসামি স্বামী রাজু মিয়া ও সতীন শিরিনা বেগমকে দীর্ঘ আড়াই মাস পর পুলিশ গ্রেফতার করেছেন।
থানা সূত্রে জানাগেছে, শুক্রবার রাত সাড়ে ১০টায় গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার চন্ডিপুর বাজার এলাকার একটি বাড়ি থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তাদের গ্রেফতার করে পীরগাছা থানায় আনা হয়। থানার এসআই বিধান চন্দ্র সঙ্গীয় ফোর্সসহ সুন্দরগঞ্জ পুলিশের সহযোগিতায় তাদের গ্রেফতার করতে সক্ষম হন। শনিবার তাদের রংপুর আদালতে পাঠানো হয়।
উল্লেখ্য, বিগত ১৫ বছর পুর্বে পীরগাছা সদরের পশ্চিম সুখানপুকুর (তেলিপাড়া) গ্রামের মৃত আবদুল বাতেনের মেয়ে আছমা বেগমের সাথে বিয়ে হয় পার্শ্ববর্তী তাম্বুলপুর ইউনিয়নের পশ্চিমদেবু (আমডারা) গ্রামের সুলতার মিয়ার ছেলে রাজমিস্ত্রী রাজু মিয়ার। তাদের ঘরে দুইটি সন্তান রয়েছে। এদিকে রাজু মিয়া তার বড় শ্যালক মমিনুল ইসলামের স্ত্রী এক সন্তানের জননী উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের কলেজপাড়া গ্রামের সাইদুল ইসলামের মেয়ে শিরিনা বেগম (৩২) এর সাথে পরকীয়া করে বিয়ে করে। এ নিয়ে প্রথম স্ত্রী ও স্বামীর মাঝে কলহ চলে আসছিল। ২৬ জুন শনিবার সকালে আবারও স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়ার পর রাজু মিয়া ও দ্বিতীয় স্ত্রী এবং বাড়ির লোকজনের সহযেগিতায় মুখে বালিশ চাপাদিয়ে শ^াসরোধ করে পালিয়ে যায়। এ ব্যাপারে পীরগাছা থানায় হত্যা মামলা দায়ের করা হয়।