হাটহাজারীতে ও সারা দেশের মত সরকারের নির্দেশনা অনুসারে আজ রোববার স্বাস্থ্য বিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রাক প্রস্ততি হিসাবে বিভিন্ন প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন। পরিদর্শন কালে প্রতি প্রতিষ্ঠানে সরকার নিদের্শিত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী রাখার ব্যবস্হার বিষয় কঠোরভাবে নজরদারি করা হয়েছে।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম জানান, গত দুই দিন ধরে তিনি এবং উপজেলা সহকারী কমিশনার( ভূমি) উপজেলার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে দুই ভাগে ভাগ করে উত্তর হাটহাজারীতে তাঁর নেতৃত্বে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা এবং দক্ষিণ হাটহাজারীতে এসিল্যান্ড সহকারী শিক্ষা কর্মকর্তা প্রতি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। পরিদর্শন কালে সরকারি নির্দেশনা প্রতিপালন করে ক্লাস পরিচালনার নিদের্শনা প্রদান করা হয়েছে প্রতিষ্ঠান প্রধান ও বিদ্যালয় কর্তৃপক্ষকে।
মহামারি করোনার কারণে দীর্ঘ ৫ শ৪৩দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর রোববার থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলতে যাচ্ছে। এজন্য উপজেলা প্রশাসন সরেজমিনে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে যাবতীয় ব্যবস্হা ঠিক আছে কিনা পর্যবেক্ষণ করছেন। শিক্ষা প্রতিষ্টান গুলো
পরিষ্কার, পরিচ্ছন্ন সহ করোনা প্রতিরোধে শিক্ষাথীদের হাত ধোয়ার ব্যবস্থা করেছে কি কিনা প্রতিটি শ্রেনী কক্ষ পরিষ্কার করা হয়েছে কি না সেদিকেও নজর দেন বলে তিনি উল্লেখ করেন।