নীলফামারীর ডোমার থানা ক্যাম্পাসের ভিতরে ময়লা-আবর্জনা ও আগাছা নিজ হাতেই পরিস্কার করেছেন ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সোহেল রানা। শনিবার সকাল হতে দুপৃুর পর্যন্ত তিনি পরিস্কার-পরিচ্ছন্নতা করেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সোহেল রানা জানান, থানা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় কিছু ময়লা আবর্জনা পড়ে ছিল। আবার কিছু জায়গায় আগাছা জন্ম নিয়েছিল। দেখতে কিছুটা খারাপ লাগছিল। তাই সেগুলো নিজ হাতে পরিস্কার করেছি। প্রশাসনিক ভবনের ছাদেও বেশ শ্যাওলা জমা হওয়ায় সেগুলো পরিস্কার করেছি।
তিনি আরো বলেন, নিজের বাসা-বাড়ি ও অফিস সবাই যদি নিজেরাই পরিস্কার করে, তাহলে আমাদের ছোট দেশটা আরো সুন্দর হবে। তিনি সবাইকে নিজের আশ্বপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখার আহবান জানান।