হাটহাজারীর গুমানমর্দ্দন নিবাসী বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক (৭২) গত শুক্রবার দিবাগত রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ রাজেউন)। তিনি দীর্ঘদিন যাবত নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ ছেলে ৩ কন্যা, নাতনি আত্মীয়স্বজন ও অনেক গুনাগ্রাহী রেখে গেছেন। শনিবার মরহুমের নিজ বাড়িতে জানযা শেষে স্হানীয় কবরস্থানে লাশ রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা জহুরুল হকের মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সংবাদ পত্রে প্রদত্ত এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন পূর্বক মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।