সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে ‘ফতেয়াবাদ মডেল টাউন’ নামে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) আবাসন প্রকল্প বাতিলের দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। একইসঙ্গে দীর্ঘ দশ বছর ধরে ওই এলাকায় সিডিএ ভবন নির্মাণে অনুমোদন না দেওয়ায় ক্ষোভ জানানো হয়। গত শুক্রবার বিকেলে ফতেয়াবাদ সিটি করপোরেশন ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক সভায় এ দাবি জানানো হয়। আগামী শুক্রবার বিকেল তিনটায় জনসভা করে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ডাক দেওয়ার সিদ্ধান্ত হয় সভায়।
দক্ষিণ পাহাড়তলী বসতভিটা রক্ষা কমিটি এ সভার আয়োজন করে।
সভায় বক্তারা বলেন, দক্ষিণ পাহাড়তলীর দক্ষিণে চট্টগ্রাম সেনানিবাস, উত্তরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। পশ্চিমে পাহাড়। পাহাড় বাদ দিয়ে বাকি এলাকা কৃষি জমি ও বসতি। সেখানে আবাসন প্রকল্প করার মতো পর্যাপ্ত জমি নেই। পাহাড়ের পাদদেশে কিছু খালি জায়গা থাকলেও সেখানে আবাসন প্রকল্প গড়ে উঠলে পাহাড়গুলো রক্ষা করা কঠিন হবে। ধবংস হবে পাহাড়ি বনায়ন। দীর্ঘদিন বাপ দাদার ভিটে বাড়ি, কবরস্থান ছেড়ে বাসিন্দারা অন্য এলাকায় যেতে পারবে না। দীর্ঘদিন থেকে ভবন নিমার্ণে অনুমোদন বন্ধ থাকায় বাসা বাড়ি নিমার্ণ করতে পারছে না বাসিন্দারা। এতে তাদের মৌলিক অধিকার ক্ষুন্ন হচ্ছে।
বক্তারা আরও বলেন, সিডিএ অন্যনা আবাসিক প্রকল্প-২ চালু করলেও সেখানে এখনি বসতি গড়ে উঠেনি। নতুন করে ফতেয়াবাদে প্রকল্প করার কোনো যুক্তিকতা নেই। এ ছাড়া রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা এখানে করা হচ্ছে না। এলাকার গরীব অসহায় লোকদের তুলে দিয়ে সেখানে ধনীদের প্লট বরাদ্দ দেওয়া হবে। এতে সমাজে বৈষম্য সৃষ্টি হবে।
সভায় সভাপতিত্ব করেন বসতভিটা রক্ষা কমিটির আহ্বায়ক দূর্গাপদ নাথ। প্রধান অতিথি হিসেবে ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গাজী শফিউল আজিম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক কাউন্সিলর জাফর আলম, গাজী জাফর আলম, ফজলুল কাদের চৌধুরী, আবদুর রহমান, রনজিত চক্রবর্তী, গাজী ইউসুফ, গাজী মো. আলী, সিরাজুল ইসলাম, গাজী তৈয়ব, গাজী আক্কাস প্রমুখ।