নীলফামারীর সৈয়দপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান, প্রবীণ রাজনীতিবিদ, শহীদ ডা. জিকরুল হকের পুত্র আলহাজ¦ বখতীয়ার কবির আর নেই। তিনি গত ১০ সেপ্টেম্বর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৮০ বছর।
পরদিন মরহুমের নামাজে জানাযা সৈয়দপুর জামে মসজিদে আদায় করা হয়। পরে মরহুমের লাশ হাতিখানা কবরস্থানে দাফন করা হয়।
প্রবীণ রাজনীতিবিদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাবেয়া আলীম এমপি, আসাদুজ্জামান নুর এমপি, আহসান আদেলুর রহমান আদেল এমপি, নীলফামারী পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এস এম ওবায়দুর রহমান,সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহসিনুল হক মহসিন,পৌর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মো.মোজাম্মেল হক,বনিক সমিতির সভাপতি ইদ্রিস আলী,পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী, নীলচোখ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ, বাংলাদেশ মানবাধিকার কমিশন সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক ওবায়দুল ইসলাম,আওয়ামী লীগ নেতা প্রকৌশলী রাশেদুজ্জামান রাশেদসহ অনেকে। তারা মরহুমদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করেন।