চট্টগ্রাামে চন্দনাাইশ উপজেলার জনগুরুত্বপূর্ণ বরুমতি খাল সংলগ্ন পাঠানদন্ডী বড়-য়া পাড়া সড়কটি চামুদরিয়া ব্রিজ সংলগ্ন অর্ধ কিমি: দুরে
চলতি বর্ষা মৌসুমে ভেঙ্গে গিয়ে খালের মধ্যে বিলীন হয়ে গেছে। ফলে খালের তীরবর্তী ও পাঠানদন্ডী এবং বড়-য়া পাড়ার মানুষকে যাতায়তে
চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পানি ঢুকে প্রায় কয়েক হাজার একর জমির আমান এবং আউশ চাষাবাদে বিষিœত ঘটায় স্থানীয় কৃষকরা দিশাহারা
হয়ে পড়েছে। জোয়ার ভাটার এ বরুমিত খালটি দুর্গম ধোপাছড়ি পাহাড়ের গভীর জঙ্গলের উৎপত্ত্স্থিল থেকে চানঁখালী হয়ে কর্ণফুলী নদীতে
সংযুক্ত। বর্ষা মৌসুমে পাহাড় থেকে নেমে আসা পানি এবং জোয়ারা,আড়ালিয়া ,পাঠানদন্ডী,সুচিয়া বড়-য়া ও হিন্দু পাড়াস্হ উপজেলার বিভিন্ন
বিল হতে নেমে আসা পানির ঢলে উত্তাল হয়ে উঠে বরুমতি খাল। খালের খর ¯্রােতের তান্ডবে এ পাশের ফসলি জমি এবং সড়কটি ভেঙ্গে
পড়ছে। ফলে ফসলি জমিতে পানি ঢুকে ভাসিয়ে দিয়ে ব্যাপক ক্ষতি সাধিত করেছে। সরে জমিনে গিয়ে দেখা যায় চন্দনাইশ উপজেলার বরকল
ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ পাঠানদন্ডী বড়-য়া পাড়া সড়কটির চামুদরিয়া উচ্চবিদ্যালয় সংলগ্ন এলাকায় বরুমতি খালের ভাঙ্গনের কবলে পড়ে
সড়কটি ভেঙ্গে খালেরগর্ভে বিলীন হয়ে গেছে। এ ছাড়া ও বরুমতি খাল সংলগ্ন প্রায় ৫কিমি: এলাকায় শতশত একর ফসলি জমি বাড়িভিটি
খালের খর ¯্রােতে ভেঙ্গে বিলীন হয়ে গেছে। স্বর্ব-স্ব হারিয়ে পথে বসেছে অনেক কৃষক। সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে সংস্কার না করায় স্থানীয়রা
বাঁেশর সাঁেকা দিয়ে পারাপার করছেন। স্থানীয় পাঠানদন্ডী গ্রামের বাসিন্দা মনোয়ার হোসেন ও জাহেদুল ইসলাম জানান,চলতি বর্ষায় সড়কটি
চামুদরিয়া ব্রিজ কাছাকাছি স্থানে ভেঙ্গে যাওয়ায় চামুদরিয়া সরকারি প্রাথমিক ও উচ্চমাধ্যমিকবিদ্যালয়ের পড়-য়া শিক্ষার্থী ছাড়া ও সাধারণ
মানুষের দু:খ লাগবে বাঁশের সাকোঁ দিয়ে পারাপার করছেন। এলাকাবাসিরা জানান শিগগির সড়কটি ভাঙ্গাস্থান সংস্কার করা না হলে চলাচলের
বিঘœ ছাড়াও খালের পানি ঢুকে ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হবে। পানির কারণে চাষাবাদ না হওয়ার ফলে না খেয়ে মরতে হবে কৃষকদের।
বরকল ইউপি চেয়ারম্যান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,--
বরুমতি খালের ভাঙ্গনরোধ করা একান্ত জরুরী হয়ে পড়েছে। অন্যতায় প্রতিবছর বর্ষাকালে খালের গর্ভে বিলীন হয়ে পড়বে অনেক ফসলি
জমি। তিনি আরো বলেন বিগত ২১ সালের ১ লা মার্চ সাংসদ আলহাজ¦ নজরুল ইসলাম এমপির সুপারিশক্রমে ৫৩৩ নং স্মারক মূলে পানি
সম্পদ মন্ত্রনালয় বরাবরে আবেদন করা হয়েছে। কিন্তু এখনো কোন বরাদ্ধ পাওয়া যায়নি। তিনি যাতে কৃষকদের চাষাবাদে ক্ষতি না হয়
এবং সাধারনের চলাচলের জন্য এলাকার বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান। পানি উন্নয়ন বোড চট্টগ্রাম বিভাগীয়
প্রকৌশলী শওকত ইবনে শাহীদ বলেন বরুমতি খাল ভাঙ্গনরোধ বিয়য়ে মন্ত্রনালয়ে সাংসদ নজরুল ইসলাম চৌধুরীর আবেদনের বিয়য়ে
আমরা অবহিত নন। তিনি আরো বলেন নদী ছাড়া খালের ভাঙ্গন রোধে সরকারিভাবে মন্ত্রনালয়ের তেমন বরাদ্ধ নেই। তারপরও জনস্বার্থে
বরাদ্ধ চেয়ে মন্ত্রনালয়ে কাগজপত্র পাঠানো হয়েছে। বরাদ্ধ পাওয়া গেলে বরুমতির ভাঙ্গনরোধে কাজ করা হবে।