নগর পরিস্কার পরিচ্চন্ন রাখার লক্ষে রংপুর নগরীর
বিভিন্ন স্থানে ফুতপাতে অবৈধ দোকান -পাট, স্থাপনা উচ্ছেদ
অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে রংপুর সিটি
কর্পেরেশনের মেয়র ও রংপুর জেলা প্রশাসকের নির্দেশে নগরীর,
সিটি বাজার, সরকারী বালিকা বিদ্যালয় সংলগ্ন রোড, কাচারী
বাজার রোড, সহ বিভিন্ন স্থানে ফুতপাতের উপর অবস্থিত
দোকান-পাট, স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রংপুর
সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফিরুজুল ইসলাম
ও রংপুর জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট
দেওয়ান আসিফ পেলে। উচ্ছেদ অভিযনে সহযোগিতায় ছিলে
রংপুর মেট্রোপলিটন পুলিশ সহ অন্যান কর্মকতাবৃন্দ।