দেশের ভৌত অবকাঠামো উন্নয়নের মেগাপ্রজেক্টের পাশাপাশি যুবসমাজ, নারী ও অনগ্রসহ জনগোষ্ঠীকে কর্মসংস্থানের উপযোগী ও চাহিদা ভিত্তিক কর্মী বাহিনী গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। যা দেশের বিকাশমান অর্থনীতিতে ব্যাপক অবদান রাখবে। এক্সসিলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফারমেশন। (এ এম এস ই টি) শিরোনামে এ প্রকল্পটি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের জুলাই ২০২১ থেকে ডিসেম্বর ২০২৬ মেয়াদে বাস্তবায়িত হবে। প্রকল্প ব্যায়ে ১ হাজার ৭২০ কোটি টাকা সরকার অর্থায়ন করবে আর বাকি ২ হাজার ৫৮৩ কোটি টাকা বিশ^ ব্যাংক থেকে প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে বলে জানিছেন পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান।
গত ৭ সেপ্টেম্বর রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সভাকক্ষে অনুষ্ঠিত সভায় এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন এ সভায়। দেশে দক্ষ জন গোষ্ঠীর অভাবের কথা বহু দিন থেকে শোনা যাচ্ছে। শুধু দেশে নয় প্রবাসী শ্রমিকদের পক্ষ থেকেও দক্ষ শ্রমিকের প্রয়োজনীয়তার কথা ব্যাপক আলোচনা হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে দক্ষ শ্রমশক্তি গড়ার জন্য সরকারি বা বেসরকারি কোনো উদ্যোগ দেখা যায় নি। ফলে প্রবাসী শ্রমিকদের ব্যাপারে বিভিন্ন দেশে বাংলাদেশের অদক্ষ শ্রমিকরেদ ব্যাপারে দুর্নাম শোনা যায়। এদিকে দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের শিল্প কারখানাগুলো উৎপাদনে গেলে দক্ষ শ্রমিকের চাহিদা দেখা দেবে। সেজন্য আগাম প্রস্তুত জরুরি। তাই সরকারের এ প্রকল্প অনুমোদন যথার্থ এবং সমপোযোগী।
প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের কারিগরি ও বৃত্তিমুলক শিক্ষার মান উন্নতি হওয়ার পাশাপাশি যুব সমাজের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। তাছাড়া যুবসমাজের নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলার দক্ষতা বৃদ্ধি পাবে এবং দেশে-বিদেশে মানসম্মত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া প্রকল্পের আওতায় নারী ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর যুব সমাজ ও কর্মীদের ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা তৈরির জন্য তাদের চাহিদাভিত্তিক জনবল গড়ে তোলা সম্ভব হয়। আর তা দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ অবদান রাখবে।
আমরা চাই প্রকল্পটি যথাযথ ভাবে বাস্তবায়িত হোক। যাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রকল্প নেয়া হয়েছে, তাদের সংশ্লিষ্টতা বাড়–ক প্রকল্পের সাথে। দক্ষ শ্রমিকই পারে দেশের অর্থনৈতিক কর্মকান্ডকে এগিয়ে নিতে। তাই দক্ষতা আর সেবাই হোক অর্থনীতির মুক্তি। আমরা সেই শুভ দিনের প্রতিক্ষায় রইলাম।