ফরিদগঞ্জে সড়ক দুর্ঘনায় রবিউল আউয়াল(৪) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার(০৮সেপ্টেম্বর) রাতে ফরিদগঞ্জ পৌরসভাধীন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে একটি অটোরিক্সা শিশুটিকে চাপা দিলে সে মারাত্বক আহত হয়। পরে অটোরিক্সার চালক তাজুল ইসলামসহ স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন থাকাবস্থায় ওই রাতে শিশুটি মারা যায়। রবিউল আউয়ালের পিতার নাম মিলন মন্ডল ও মাতার নাম স্বপ্না বেগম। তিন ভাইয়ের মধ্যে সে ছিলো দ্বিতীয়। পেশায় দিনমজুর মিলন মন্ডল স্বপরিবারে ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি ভাড়া বাসায় বসবাস করে।
জানা গেছে, বুধবার(০৮সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদগঞ্জ পৌরসভাধীন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে শিশুটি অন্যান্য শিশুর সাথে খেলা শেষে বাসায় ফিরছিলো। এসময় দৌড়ে রাস্তা পার হতে গিয়ে অটোরিক্সার নিচে চাপা পড়ে। এসময় অটোরিক্সার চালক তাজুল ইসলামসহ স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন থাকাবস্থায় রাতে শিশুটি মারা যায়।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুর অভিভাবক আসলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।