ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু ই-সিগারেট (ইলেকট্রনিক সিগারেট) আরো মারাত্মক। ফুসফুসের ক্ষতি সাধন করে মৃত্যুর দিকে নিয়ে যায়। ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে ধুমপানকে ই-সিগারেট বা ভ্যাপিং বলে। এ যন্ত্রের ভেতরে নিকোটিন, পানি ও সুগন্ধির দ্রবন থাকে। ই-সিগারেটে নিকোটিন তরল আকারে থাকে, যা তাপে ধোয়া তৈরি হয়। সিগারেটের বিকল্প হিসেবে অনেকে ই-মিগারেট ব্যবহার করেন। বিশে^র বিভিন্ন দেশে স্বাস্থ্য ঝুকির কথা বিবেচনা করে এটি নিষিদ্ধ করা হচ্ছে। প্রতিবেশি দেশ ভারতে ই-সিগারেট উৎপাদন, আমদানি ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। কানাডা সহ ইউরোপের কয়েকটি দেশেও ই-সিগারেট নিষিদ্ধ।
স্বাস্থ্য ঝুকির কথা বিবেচনা করে যখন বিশে^র দেশে দেশে ই-সিগারেট নিষিদ্ধ করা হচ্ছে তখন বাংলাদেশে তরুণ সমাজসহ বিভিন্ন বয়সীদের কাছে তা জনপ্রিয় হয়ে উঠছে। যদিও বাংলাদেশে ই-সিগারেট ও এর বিভিন্ন উপাদান উৎপাদিত হয় না। কিন্তু আইনে নিষিদ্ধ না হওয়ায় বাংলাদেশে ই-সিগারেট আমদানি ও বিপনন নিষিদ্ধ নয়। ফলে এর মান নিয়ন্ত্রন বা নজরদারিতেও সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা নেই। ফলে রাজধানীর বিভিন্ন বিপনিবিতানে ই-সিগারেটের যন্ত্রপাতি ও এর উপাদান কিনতে পাওয়া যায়। কোথাও কোথাও ভ্যাপিং ক্লাবও গড়ে উঠেছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোয় এর বিজ্ঞাপনও দেখা যায়। চীন এবং যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ই-সিগারেট ৫৫০ টাকা থেকে ৬ হাজার টাকার মধ্যে কিনতে পাওয়া যায়। এছাড়া সুগন্ধিযুক্ত দ্রবণ (ভ্যাপ জুস ), ব্যাটারি, ফিল্টার এবং কয়েলও বিপনিবিতানগুলোয় সহজ লভ্য।
চিকিৎসকরা মনে করেন, সিগারেটের চেয়ে ই-সিগারেটে বেশি পরিমানে নিকোটিন বের হয়। আর তা সেবনে আসক্তি বাড়ে। তাছাড়া বাজারে সস্তায় যে সব ভ্যাপ জুস পাওয়া যায়, সেগুলোয় কি উপাদান থাকে তা জানা যায় না। নিকোটিন ফুসফুসের জন্য মারাত্মক ক্ষতিকর। আর ভ্যাপ জুসে রাসায়নিক উপাদান বেশি। তা সেবনে ফুসফুসের আরো ক্ষতি করে। তাই সরকারের উচিৎ এখনই এর বাজার জাত করা নিষিদ্ধ করার জন্য। এছাড়া তামাক বিরোধী আন্দোলন যারা করেন, তারাও জোর দাবি জানাচ্ছেন, এটা নিষিদ্ধ করার। সরকারও এটা নিষিদ্ধ কারার পক্ষে কাজ করছে বলে জানা গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, সরকার ২০০৫ সালে তামাক নিয়ন্ত্রণ আইন প্রনয়ন করে। আইনটি ২০১৫ সালে সংশোধন করা হয়। আইনটি আবার সংশোধনের কাজ চলছে। এবারের সংশোধনীতে ই-সিগারেট নিয়ন্ত্রণের উদ্যোগ নেয়া হবে। দেশের জনগনের স্বাস্থ্য ঝুকির কথা বিবেচনা করে আইনটি দ্রুত সংশোধন করা হোক।