আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২১ এর এবারের প্রতিপাদ্য ‘মানব-কেন্দ্রিক পুনরুদ্ধারের জন্য সাক্ষরতা ঃ ডিজিটাল বৈষম্য হ্রাস’ (লিটারেসি ফর আ হিউম্যান-সেন্টার্ড রিকভারি ঃ ন্যারোয়িং দ্য ডিজিটাল ডিভাইড) এ শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রকল্পের কর্মকর্তা মো. সরোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. অলিউল্লাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর রেজাউল ইসলাম,উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. নিজাম উদ্দিন, প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমূখ। এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল, কলেজ, মাদ্রাসা এবং এনজিও প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।