সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ছে। দুমকি উপজেলার ১৫ নং দেবীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রতি ঘটনাটি ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম বলেন, কয়েকদিন আগে স্কুল চলাকালীন অবস্থায় হঠাৎ ছাদের পলেস্তারা খসে পড়ে। আমরা এতে অনেকটা আতঙ্কিত হয়ে পড়ি।
তিনি আরও জানান, এতে বিদ্যালয় ভবনের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, বিদ্যালয় বন্ধ থাকার কারণে মারাত্মক কোনো দুর্ঘটনা ঘটেনি। সরকারি নির্দেশনা মোতাবেক আগামী ১২ সেপ্টেম্বর যেহেতু বিদ্যালয় খুলতে যাচ্ছে, এভাবে পলেস্তারা খসে পড়লে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। পলেস্তারা খসে পড়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ প্রসঙ্গে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী মো. আজিজুর রহমান বলেন, আমরা বিষয়টি ইতোমধ্যে অবগত হয়েছি। ক্ষতিগ্রস্ত অংশ মেরামতযোগ্য হলে মেরামতের ব্যবস্থা করা হবে। অন্যথায় পুরো ভবন পুনরায় মেরামতের আওতায় আনা হবে।