দক্ষিণ আফ্রিকার লিম্পোপু প্রদেশের পলোকোয়ানে এলাকায় শফিকুল ইসলাম (৫৫) নামে এক বাংলাদেশী ব্যবসায়ীকে শ্বাস রোধ করে হত্যার পর তার দোকানে থাকা টাকা পয়সা ও মালামাল লুট করে নিয়ে গেছে আফ্রিকার একদল কৃষাঙ্গ সন্ত্রাসী। মঙ্গলবার (৭সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল নয়টার দিকে ওই হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে।
নিহত শফিকুল ইসলামের বাড়ি নোয়াখালী সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে। সে ওই গ্রামের চৌধুরী মিয়ার নতুন বাড়ির মৃত আবদুল বারিকের ছেলে। তার মৃত্যুর খবর মঙ্গলবার রাতে সেনবাগের গ্রামের বাড়িতে পৌছলে পরিবারের সদস্যদের মাঝে শুরু হয় শোকের মাতম।
বুধবার সকালে নিহত শফিকুল ইসলামের বাড়িতে গেলে তার কন্যা প্রমি আক্তার জানায় ,তার পিতা জীবিকার সন্ধানে ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি যান। সেখানে অবৈধ হয়ে যাওয়ায় তেমন কাজকর্ম করতে পারেনী। সম্প্রতি সে কাগজপত্র ঠিক করে দক্ষিণ আফ্রিকার লিম্পোপু প্রদেশের পলোকোয়ানে এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলে দোকানদারী শুরু।
স্থানীয় বাংলাদেশী দেলোয়ার হোসেনের বরাত দিয়ে প্রমি আরো জানান, প্রতিদিনের মতো তার পিতা দোকান খোলার পর স্থানীয় সময় সকাল ৯টার দিকে কাস্টমার সেজে আফ্রিকান কয়েকজন কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী তার পিতার নিকট কিছু মালের অর্ডার দেন। মাল দেওয়ার একপর্যায়ে সঙ্গবদ্ধ সন্ত্রাসী দলটি তার সফিকুল ইসলামকে ঝাপটে ধরে পেছন থেকে নাকে ও মুখে সেলো টেপ পেছিয়ে দেয়। এতে দোকানেই তার পিতার মৃত্যু হয়। এ সময় কৃষাঙ্গ সন্ত্রাসীরা দোকান থেকে নগদ অর্থ ও মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে। তারা নিহত শফিকুলের লাশ বাংলাদেশে আনার ব্যস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী সহ সকলের সহযোগীতা কামনা করেছেন।
উল্লেখ্যঃ সফিকুল ইসলাম স্ত্রী, দশম ও ৭শ্রেনীতে পড়-য়া দুই মেয়ে ও মাদসা পড়-য়া এক ছেলে রেখে গেছেন। গত ৫দিন আগে তার বড় ভাই আবদুল জলিল মারা যান। ভাইয়ে মৃত্যুর ৫দিনের মাথায় ছোট ভাইয়ের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।