৮ সেপ্টেম্বর বুধবার সারাদেশের সাথে ফরিদগঞ্জ উপজেলার পৌর ও দু’টি ইউনিয়নের ভূমি অফিস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে, ফরিদগঞ্জ পৌর, বালিথুবা পূর্ব ও বালিথুবা পশ্চিম ভূমি অফিস পরিদর্শন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা শিউলী হরি। পরে পৌর ভূমি অফিসে দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা শিউলী হরি, উপজেলা প্রকৌশলী মোঃ আবরার আহম্মেদ, উপজেলা কানুন গো আব্দুল্লাহ আল মাহমুদ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, পৌর ভারপ্রাপ্ত সহকারী ভূমি কর্মকর্তা ফরিদুল ইসলাম প্রমূখ।