তথ্য অধিকার আইনে যেকোনো মন্ত্রী ও এমপিদের সম্পদের হিসাব জনগণ চাইতে পারবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
সরকারি কর্মকর্তাদের পাশাপাশি মন্ত্রীদেরও সম্পদের হিসাব জমা দেয়া উচিত বলেও মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। রাজনীতিবিদদের সঙ্গে সরকারি কর্মকর্তাদের কিছু ভুল বুঝাবুঝি থাকলেও কোনও দূরত্ব নেই জানিয়ে প্রতিমন্ত্রী জানান, কাউকে স্যার বা ম্যাডাম বলতে হবে এমন কোন রীতি নেই।
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোটার্স ফোরামের আয়োজন মিট দ্য প্রেসে যোগ দিয়ে সাম্প্রতিক নানা বিষয়ে বক্তব্য তুলে ধরেণ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এক প্রশ্নের উত্তরে তিনি জানান, সরকারি কর্মকর্তাদের পাশপাশি মন্ত্রী এমপিরাও সম্পদের হিসাব দিতে প্রতিশ্রুতিবদ্ধ। বলেন, সরকারের কর্মকর্তাদের পাশাপাশি সরকারের মন্ত্রীদেরও হিসাব জমা দেয়া উচিত। তিন বছর পর পর হিসাব জমা দেবেন বলেও জানান মন্ত্রী।