বেগমগঞ্জ উপজেলার ০২ নং গোপালপুর ইউনিয়নে কাজী গোলাম রসুল ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে উদ্বোধন করা হয়।
সোমবার বিকালে নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেতে উদ্বেধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ খোরশেদ আলম খান, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক জহিরুল ইসলাম, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুন নাহার সহ অনেকে। ৪ কোটি ৭ লক্ষ টাকা ব্যায়ে ১০ শয্যা বিশিষ্ট সেবা মূলক এ কল্যাণ কেন্দ্রটি বাস্তবায়ন করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এর লক্ষ হলো প্রশব কালীন মা ও শিশুর জীবনের ঝুঁকি হ্্রাস করতে প্রাতিষ্ঠানিক প্রশব সেবার বিকল্প নেই। এছাড়াও শতভাগ প্রাতিষ্ঠানিক ডেলিভারী সেবা পাওয়া যাবে এই কল্যাণ কেন্দ্রে।