করোনা সংক্রমনের কারনে গত বছরের ১৭ মার্চের পর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। সরকার কয়েকদফা শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষনা দিয়েও শেষ পর্যন্ত ছুটি বাড়িয়েছে। সর্বশেষ ১১ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখার ঘোষনা ছিল। অবশেষে সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। তবে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনো নেয়া যায় নি। আশা করা যাচ্ছে পরিস্থিতি বিবেচনায় অক্টোবরের আগেই বিশ^বিদ্যালয়গুলো খোলা সম্ভব হবে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার পর প্রথম দিকে শুধু চলতি বছরের এবং আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং প্রাথমিকের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস হবে। বাকি শ্রেনীর ক্লাস হবে সপ্তাহে একদিন। অন্যদিকে প্রাক-প্রাথমিক স্তরে ( শিশু, নার্সারী শ্রেনী ) শিক্ষার্থীদের সশরীরে ক্লাসে আসতে হবে না। তাদের ক্লাস বন্ধই থাকছে।
ইতোমধ্যে শ্রেণী কক্ষে পাঠ দানের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর শ্রেনীকক্ষ প্রস্তুত করা শুরু করেছে। মাঠ পর্যায়ে প্রশাসন পরিদর্শন করে শিক্ষা দানের উপযোগী হয়েছে কিনা শ্রেনী কক্ষ তা দেখভাল করবেন। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর বিদ্যালয় শিক্ষকরা স্কুল শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিষয়গুলো নিশ্চিত করবেন। প্রতিদিন ঢোকার সময় শিক্ষার্থীদের তাপমাত্রা মাপা থেকে শুরু করে কোনো উপসর্গ আছে কিনা তা যাচাই করবেন। মাস্ক পরা ছাড়া কেউ শিক্ষা প্রতিষ্ঠানে কেউ ঢুকবে না। তবে শিশুদের মাস্ক পরার ফলে কোনো অসুবিধা হচ্ছে কি না, তা দেখভাল করবেন শিক্ষকরা। যদি সংক্রমন সংক্রান্ত কোনো ঘটনা ঘটে তা বিবেচনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্দ করে দেওয়া হবে।
১২ থেকে ১৮ বছরের শিশু-কিশোরদের করোনা টিকার আওতায় আনার ব্যাপারে সরকারে বিভিন্ন কর্তা ব্যক্তিরা কথা বলছেন। কিন্তু বাস্তবে তাদের টিকা দেওয়া হবে কিনা তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয় নি। করোনার কারনে দেশের শিক্ষা ব্যবস্থায় এক স্থবির অবস্থার সৃষ্টি হয়। অন লাইন ক্লাস ও টেলিভিশনের মাধ্যমে শ্রেনী পাঠ দেওয়ার চেষ্টা করলেও সার্বিকভাবে তা সফল হয় নি। করোনা কালে শিক্ষা খাতে যে ভয়াবহ ক্ষতি হয়েছে, সেটা শিক্ষা প্রতিষ্ঠান খুললেই আপনা আপনি পুসিয়ে যাবে, এমনটা ঠিক নয়। সমাজে শিক্ষার বৈষম্য সব সময় ছিলো, এ দেড় বছরে উচ্চ ও উচ্চ মধ্যবিত্তদের সন্তানেরা নিজস্ব উদ্যোগে তাদের লেখা পড়া চালিয়ে যেতে পেরেছে। দরিদ্রদের সন্তানেরা আবারো পিছালো। ইতিমধ্যে ঝরে পড়া শিক্ষার্থীদের আর শ্রেনীকক্ষে ফেরানো যাবে না। গবেষনায় দেখা গেছে, করোনা কালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অন্যান্য সময়ের তুলনায় দেশে বাল্য বিবাহ ১৩ শতাংশ বেড়েছে, যা ২৫ বছরের সর্বোচ্চ। করোনা কালে পারিবারিক আয় বন্ধ হবার কারনে যে সব পরিবার তাদের সন্তানদের স্কুলে পাঠাতে পারবে না, তাদের কাছে স্কুল কর্তৃপক্ষের সহযোগিতায়, সরকারকেই তাদের স্কুলে আনার উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠান গুলোকেও যুক্ত করা যেতে পারে। সরকার কি তেমন কোনো পরিকল্পনা রেখেছে? শুধু শিক্ষা প্রতিষ্ঠান খোলা না শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা নিয়েও ভাবতে হবে। না হলে ঝরে পড়া ছাত্র কমানো যাবে না।