রংপুরের পীরগাছায় ইয়াবা কেনার ফাঁদ পেতে ১৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম (ছাছিলা)কে গ্রেফতার করেছে রংপুর ডিবি পুলিশ। সোমবার দুপুরে পীরগাছা উপজেলা পরিষদ চত্ত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শহিদুল ইসলাম উপজেলা সদরের উচাপাড়া গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।
জানা গেছে, রংপুর ডিবি পুলিশের ওসি আমিরুল ইসলাম, এসআই ওসমান আলী, সাজু মিয়া, রেজাউল করিম ইয়াবা কেনার জন্য মাদক ব্যবসায়ী শহিদুল ইসলামের সাথে মোবাইলে চুক্তি করে। সোমবার দুপুরে চুক্তি মোতাবেক শহিদুল ইসলাম উপজেলা চত্ত্বরে ইয়াবা সরবরাহ করার সময় ছদ্মবেশী ডিবি পুলিশ তাকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ১৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
রংপুর ডিবি পুলিশের ওসি আমিরুল ইসলাম বলেন, শহিদুল ইসলাম দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছিলো। আমরা গোপন সংবাদের ভিত্তিতে ফাঁদ পেতে তাকে ধরেছি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।