পীরগাছা প্রেসক্লাবের আহবায়ক, দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক শাহ কামাল ফারুখ লাবু'র ছোট ছেলে পুলিশ সদস্য শাহরিয়ার শাকিব (২৫) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে সোমবার সকালে মারা গেছেন। (ইন্না-লিল্লাহ... রাজেউন)। তিনি গত শুক্রবার সন্ধ্যায় পীরগাছার চালুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে কর্মস্থল কুড়িগ্রাম পুলিশ লাইন্সে যাওয়ার পথে রাজারহাট সিঙ্গার ডার্বি নামক স্থানে কাকড়ার সাথে তার মোটর সাইকেলের দুর্ঘটনা ঘটে। এ সময় তার মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং পুলিশ সদস্য শাকিব গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে রংপুর ও পরে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার একটি পা কেটে ফেলা হলেও সোমবার সকাল ১১ টায় তিনি মারা যান। পরে রাজারবাগ পুলিশ লাইনে তার প্রথম জানাযা শেষে লাশ কুড়িগ্রামে নেয়া হয়। মঙ্গলবার সকালে তাকে গ্রামের বাড়ি চালুনিয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। শাহরিয়ার শাকিবের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে পীরগাছা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ।