সরকারি নির্দেশনা অনুযায়ী খোলার জন্য প্রস্তুতি নিচ্ছে কাউনিয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠান। এ সময় স্কুলের প্রত্যেকটি কক্ষে মটরের পানি (পাম্প) দিয়ে পরিস্কার পরিচ্ছন্ন করা সহ জীবানুনাশক স্প্রে ছিটানো হচ্ছে। সেই সাথে মাঠের ঘাঁস কেটে ছোট করা হচ্ছে। প্রতিষ্ঠান খোলার আগ পর্যন্ত তাদের এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন কাউনিয়া দ্বি-মূখী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোজাম্মেল হক। সহকারী শিক্ষক অভয় চন্দ্র জানান,আমরা ছাত্রীদের জন্য হ্যান্ড ওয়াশ ও সাবান পানির ব্যাবস্থা করেছি।
কাউনিয়া মীরবাগ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আঃ কাঃ মোঃ জয়নুল আবেদীন বলেন, ‘পরিস্কার পরিচ্ছন্নতা এটা আমাদের চলমান প্রক্রিয়া সবসময় হয়ে থাকে। তারপরেও যেহেতু ১২ তারিখ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে নির্দেশনা রয়েছে। সে হিসেবে পরিস্কার করছি অপরিস্কার না থাকে যেন। ডিটারজেন্ট দিয়ে পরিস্কার করার পর স্যাভলন পানি দিয়ে জীবানুমুক্ত করা হচ্ছে।’
কাউনিয়া মডেল সরকারী বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলেন, আমরা দুদিন আগেই পরিচ্ছন্নতার কাজ করেছি। ‘স্কুল খোলার আগ পর্যন্ত চলমান থাকবে। পাশাপাশি মাঠের ঘাঁসগুলো বড় হয়েছিল সেগুলো ছোট করে দেয়া হচ্ছে। যাতে করে ছেলে মেয়েরা নির্বিঘেœন চলাফেরা করতে পারে। সরকার যেভাবে নির্দেশনা দিবে আমরা সে নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবো।’
কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী প্রথম দিকে পাবলিক পরীক্ষার সাথে সংশ্লিষ্ট শিক্ষার্থীরাই বেশি আসবে। বাকিদের স্কুলে আসার জন্য রোটেশন সিস্টেম অর্থাৎ আজ যারা আসবে তারা কাল আসবেনা-এই নীতি অনুসরণের পরামর্শ দেয়া হয়েছে। এ ছাড়া ১২ই সেপ্টেম্বরের আগেই স্কুলগুলোকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত করা ছাড়াও হাত ধোয়া, তাপমাত্রা পরীক্ষা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার নির্দেশনা দেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় কাউনিয়া উপজেলার তত্ব সূত্রে মাধ্যমিক স্কুল ৩৯টি,মাদ্রাসা ১৭টি কলেজ ৫টি স্কুল এ- কলেজ ৩টি ও ১১৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রস্তুতি চলছে পুরোদমে। ইতিমধ্যেই শিক্ষক শিক্ষিকা স্কুলে উপস্থিত হয়ে পরিস্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করেছেন।