নোয়াখালীতে ১৪৪ ধারা ভেঙ্গে সংসদ সদস্য একরামুলের সমর্থকরা মিছিল করলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
সোমবার (৬ আগস্ট) সেখানে চলমান ১৪৪ ধারা ভঙ্গ করে এই মিছিল করা হয়।
বেলা সাড়ে ১১টায় টাউন হল চত্ত্বর থেকে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর সমর্থকরা মিছিল নিয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। পরে লাঠি চার্জ করে মিছিল ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এছাড়া শহরের বিভিন্ন সড়ক ও মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যরা অবস্থান করছে। তবে মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। যানবাহন চলাচল অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম। জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ।