জাতীয় মহিলা পার্টি রংপুর জেলার নেত্রী নগরীর ২০নং ওয়ার্ডের ইঞ্জিনিয়ারপাড়ার বাসিন্দা দিলারা হোসেন দুলালী ইন্তেকাল করেছেন। (ইন্না........... রাজিউন)। গতকাল রোববার বেলা ১১টায় করোনায় আক্রান্ত হয়ে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মরহুমার নামাজে জানাযা বাদ আছর রংপুর কেরামতিয়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে মুন্সিপাড়া কবরস্থানে মরহুমের দাফন কার্য্য সম্পন্ন করা হয়।
মরহুমার নামাজে জানাযায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা জাপার সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ আবদুর রাজ্জাক, মহানগর জাপার সহ-সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, জাপা নেতা মাসুদ নবী মুন্না, বাংলার চোখ এর প্রতিষ্ঠাতা আলহাজ¦ মোঃ তানভীর হোসেন আশরাফিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দিলারা হোসেন দুলালীর মৃত্যুতে গভীর শোক প্রকার করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা জাপার সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ আবদুর রাজ্জাক, মহানগর জাপার সহ-সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলামসহ অন্যান্য অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
এক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তোপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।