মঙ্গা কবলিত রংপুর অঞ্চলে এখন আর মঙ্গা নেই, কৃষি বিভাগ গবেষণা করে আগাম উচ্চ ফলনশীল নতুন নতুন জাতের ধান আবিষ্কার করেছে। আগাম ধান কৃষকের ঘরে উঠায় মঙ্গা দূর হয়েছে। কৃষি বান্ধব সরকার কৃষক কে প্রণোদনা দিচ্ছে, সারে ভূর্তকি, কৃষি যান্ত্রিকরনীতে ভর্তুকী দিয়েছে। কৃষিতে আধুনিকতার ছোঁয়া লেগেছে। এ থেকে আপনাদের কাউনিয়া উপজেলাও বাদ যায়নি। শনিবার কাউনিয়া উপজেলার নিজদর্পা গ্রামে এনএটিপি-২ প্রকল্পের আওতায় সিআইজি সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মেজবাহুল ইসলাম এসব কথা বলেন। রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম রাব্বানীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের এনএটিপি প্রকল্পের প্রকল্প পরিচালক মতিয়ার রহমান, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত পরিচালক বিধু ভূষণ রায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন। এ সময় উপস্থিত ছিলেন কৃষি বিভাগ রংপুর অঞ্চলের উপ-পরিচালক ওবায়দুর রহমান মন্ডল, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) শামীমুর রহমান, সিআইজি সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন আঃ রশীদ, জুলহাস, নিলুফা ইয়াসমিন প্রমূখ। পরে এনএটিপি-২ এর আওতায় উপজেলায় বিভিন্ন প্রর্দশনী প্রকল্প পরিদর্শন করেন।