বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বি আর টি এ) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত র ্যাব -৭ অভিযান পরিচালনা করে ২১ দালালকে আটক করেছে। দালাল আটকের পর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের অর্থদন্ড ও একজনকে তিন দিনের কারাদণ্ড প্রদান করা হ য়েছে।
্র্যাব-৭ এর সূত্রে জানা যায়, সারা দেশে বি আর টি এ কার্যালয়ে এক শ্রেনীর দালাল গাড়ির কাগজপত্র ঠিক করার নামে গাড়ির মালিক, চালক ও সংশ্লিষ্টদের কাছ অতিরিক্ত অর্থ আদায়সহ নানাভাবে হয়রানি করে আসছিল। বিয়য়টি ্র্যাব কর্তৃপক্ষ অবহিত হয়ে রোববার হাটহাজারীর নতুনপাড়াস্হ কার্যালয়ে ্র্যাব অভিযান পরিচালনা করেন। অভিযানে ৩১ জনকে সন্দেহ জনক ভাবে আটক করা হলে ও যাচাই বাছাই করে ঘটনার সাথে সংশ্লিষ্টতা না পেয়ে ৯ জনকে ছেড়ে দেওয়া হয়। বাকি ২১ জনকে জেলা প্রশাসনেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পতেঙ্গা সার্কেলের এসি ল্যান্ড জিসান বিন সাজেদ ও বি আর টি এর ম্যাজিষ্ট্রেট শান্তানু কুমার দাশ তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২ লাখ ১০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন এবং এক জনকে ৩ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। বিআরটিএতে অভিযানের কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ্র্যাব-৭ কর্মকর্তা মেজর মেহেদী হাসান।