নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ এক অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি মোঃ বাবুল মিয়া (৫৫)কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত বাবুল মিয়ার সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের হাজারী বাড়ির আবদুর রাজ্জাকের ছেলে। গোপন সংবাদের সেনবাগ থানা এসআই আল আমিনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স শনিবার রাতে তাকে ডমুরুয়া চৌ-মোড থেকে গ্রেফতারে করে। এ ঘটনায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক)ধারায় সেনবাগ থানায় মামলা দায়েরর করা হয়েছে মামলা নং৩ তারিখ ৪/৯/২১ইং।
মাদক কারবারিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার কর্মকর্তা ইনচার্জ(ওসি) আবদুল বাতেন মৃধা জানান,গ্রেফতারকৃত আসামীকে রোববার দুপুরে নোয়াখালী বিচারিক আদালতে পাঠানো হয়েছে।