চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় শোক সভায় গুলিবর্ষণ ও ভাংচুর ঘটনায় দুই গ্রুপের পাল্টা-পাল্টি মামলায় অস্ত্রসহ ২জনকে আটক করা হয়েছে। তম্মধ্যে গত শনিবার সন্ধ্যায় দোহাজারী থেকে যুবলীগ কর্মী মো:জিকু এবং আগে ঢাকা হতে অস্ত্রসহ যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য (সাবেক) গিয়াস উদ্দিন সুজনকে আটক করা হয়। উল্লেখ্য যে, ৩০ আগস্ট উপজেলা হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দ্যোগে ১৫ ও ২১ আগস্ট উপলক্ষে মহাসড়কস্হ হল-২৪ নামের কমিউনিটি সেন্টারে আয়োজিত শোক সভায় গুলিবর্ষণ, ইটপাটকেল নিক্ষেপ ও মহাসড়ক অবরোধ করা হয়েছিল। এ ঘটনা ১ সেপ্টেম্বর রাত ৯টায় ১০জনকে আটককৃত গিয়াস উদ্দিন সুজন বাদি হয়ে ১০ জন এবং অপর পক্ষে আবুল ফয়সাল বাদি হয়ে ২১ জনকে
আাসামী করে চন্দনাইশ থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেন।