দেশের চিকিৎসাসেবার প্রধান বাতিঘর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। ১৯৪৬ সালে প্রতিষ্ঠার পর থেকে চিকিৎসা সেবা ও চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখে অনন্য প্রতিষ্ঠান হিসেবে তার অস্তিত্ব জানান দিচ্ছে। শুক্র-শনিবার শুধু নয় জাতীয় উৎসব আনন্দ বা শোকের কোনো দিনও বন্ধ থাকে না হাসপাতালটি। সব সময় রোগীদের চিকিৎসায় ব্যস্ত। বর্তমানে দু’হাজার ৬০০ শয্যার এ হাসপাতালটিতে ৪৮টি বিভাগ রয়েছে। আর প্রতিটি বিভাগের রয়েছে একাধিক ইউনিট। সব মিলিয়ে ইউনিটের সংখ্যা শতাধিক। প্রতিদিন ১৫০ থেকে ২০০ টি বড়, ২০০ থেকে ৩০০ টি মাঝারি অস্ত্রপাচার হয় এখানে। সাধারন সময়ের মতোই করোনা সংক্রমনের সময়ও প্রসূতি ও স্ত্রী রোগ বিভাগে সাধারন প্রসরের পশাপাশি অস্ত্র পাচারের মাধ্যমে প্রসব হয়েছে নিয়মিত। বহি বিভাগে প্রতিদিন চার হাজারের বেশি মানুষ চিকিৎসা সেবা পেয়ে থাকে। বছরে ২০ লাখের বেশি মানুষ এখানে সেবা গ্রহণ করে থাকেন।
সারা দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে নগর মহানগরীর সরকারি বেসরকারি হাসপাতালগুলো থেকে এখানে রোগী রেফার্ড করা হয়। অন্য হাসপাতাল রুগী ফিরিয়ে দিলেও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল কোনো রোগী ফেরায় না। শর্য্যা খালি না থাকলেও মেঝেতে বারান্দায়, সিড়ির নিচে রুগী রেখে চিকিৎসা সেবা দেয়া হয়। যত্রতত্র রুগীর লোটা কম্বল, প্লেট বিছানা দেখে অনেকে শরনার্থী শিবির ভাবতে পারেন। কিন্তু বাস্তবতা হচ্ছে জীবন-মৃত্যুর দোলাচলে রুগীর পরিচর্যা চলে এখানে। অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, অনারারি মেডিক্যাল অফিসার, ¯œাতকোত্তর চিকিৎসক ওএসডি চিকিৎসক আছেন দু’হাজার ৭৫৮ জন। আর এদের চিকিৎসায় সহায়তা করেন দু’হাজার ৪৫৭ জন নার্স। এ ছাড়া এ হাসপাতালে কর্মচারী ও কর্মকর্তার সংখ্যা ৯৫১ জন।
শুধু চিকিৎসা সেবা গ্রহনের জন্য নয়, যারা চিকিৎসা শিক্ষা গ্রহন করতে চান তাদের সবারই প্রথম পছন্দ ঢাকা মেডিক্যাল কলেজ। যারা এখানে ভর্তি হতে পারেন তারা নিজেদের ভাগ্যবান মনে করেন। যারা ভর্তি হতে পারেননি তারা এখানে ইন্টারনি করতে চান। তাও যদি না হয় তবে তারা যে কোনো প্রশিক্ষন নিতে চান এখান থেকে। বলা যায় চিকিৎসা ক্ষেত্রে স্বপ্নের বিদ্যাপিঠ ঢাকা মেডিক্যাল কলেজ। এখানে চিকিৎসা শিক্ষায় যে হাতে কলমে শিক্ষার সুযোগ রয়েছে, তা অন্য কোনো সরকারি, বেসরকারি মেডিক্যাল কলেজে নেই।
শুধু রোগের চিকিৎসা নয়, যে কোনো সড়ক দূর্ঘটনা বা বিষ পানে আত্মহত্যার চেষ্টা, স্টোক সংক্রান্ত রুগীদের তাৎক্ষনিক চিকিৎসা সেবা দেয়া হয় জরুরি বিভাগে। দিন-রাত খোলা থাকে জরুরি বিভাগ। যে কোনো সময় রুগী এলে তার পরিচর্যায় এগিয়ে আসেন জরুরি বিভাগের চিকিৎসকরা। জরুরি বিভাগে প্রতিদিন গড়ে ৭০০ মানুষ চিকিৎসা নেন। এছাড়া কোনো দূর্ঘটনায় এক সাথে অনেক মানুষ আহত হলে তাদের তাৎক্ষনিক সেবা দেবার সক্ষমতা রয়েছে জরুরি বিভাগে। বাংলাদেশের এ অনন্য চিকিৎসা সেবা ও শিক্ষার এ প্রতিষ্ঠানটির উন্নয়ন ও সম্প্রসারন জরুরি। রাজধানীবাসীর সংখ্যা বাড়ছে। তাই জনগনকে চিকিৎসা সেবা ও শিক্ষা দিতে এদিকে নজর দেওয়া জরুরি। আর তা যত দ্রুত হবে, তা তাই মঙ্গল।